Clearance Permit (CP) এর মাধ্যমে কাস্টমস কর্তৃপক্ষ আটককৃত পণ্য চালান খালাস দিয়ে থাকেন এবং ব্যবসায়ীরা পণ্যটি বাজারে পরিবেশন করার অনুমতি পেয়ে থাকেন।
Clearance Permit (CP) এবং Import Permit (IP)
IP (Import Permit) : আফিম আমদানি নিষিদ্ধ, তবে আগরআগর ও পেকটিন ব্যতীত সকল পণ্য ঔষধ প্রশাসন অধিদপ্তর এবং ঔষধ শিল্প ব্যতীত অন্যান্য শিল্পের জন্য আমদানির ক্ষেত্রে সংশ্লিষ্ট পোষক বা মন্ত্রণালয় বা সংস্থা এর পূর্বানুমতি IP গ্রহন করিতে হইবে।
CP ( Clearance Permit): আমদানিকৃত পন্য স্বাভাবিকভাবে এল/সি বা ঋনপত্র, আইপি (IP) না খুলে আমদানী হলে আবার শর্তযুক্ত পন্য শর্ত ভংগ করে আমদানি হলে, ব্যাগেজে পন্যের ক্ষেত্রে প্রকৃত ব্যাগেজ পন্য আমদানি না করে বানিজ্যিক ভাবে পন্য আমদানি হলে এ জাতীয় ক্ষেত্রে CP দাখিল করে পন্য খালাস করা যায়, যা বাধ্যতামূলক।
আমদানি নীতি আদেশ অনুযায়ী যেকোন পন্য আমদানিতে কিছু বিধিবিধান পালন করতে হয় উদাহরণস্বরুপ (নমুনা পন্য ব্যতীত) এলসি করে পন্য আমদানি। দেখা গেল ফেরতের ভিত্তিতে আমদানি পন্য যেমন সেতু নির্মানে ব্যবহৃত ভাড়ী মেশিনারি যা সেতু কন্সট্রাকশন কোম্পানি আমদানি করেছেন উক্ত মেশিনারি সেতু নির্মাণের পর আবার ফেরত নিয়ে যাবেন। এই ক্ষেত্রে কোন এল/সি করা হয় না। এ জাতীয় ক্ষেত্রে উক্ত পন্য আমদানির জন্য ফেরতের ভিত্তিতে আমদানি পারমিট (IP) ইস্যু করা হয়।
এটি প্রিন্টেড সার্টিফিকেট আকারে থাকে। এটি ইস্যু করার সময় আমদানিকারকের নাম ঠিকানা, রপ্তানীকারকের নাম ও ঠিকানা, প্রোফরমা ইনভয়েস নং, পরিমান ইত্যাদি উল্লেখ করে সংশ্লিষ্ট পোষক বা মন্ত্রণালয় বা সংস্থার পক্ষে কোন অফিসার/পরিচালক স্বাক্ষর করে থাকেন।
Clearance Permit (CP) কখন ইস্যু করা একান্ত প্রয়োজন :
এটি আমদানি নিয়ন্ত্রকের অফিস হতে ইস্যুকৃত আমদানি পন্য খালাসের ছাড়পত্র বা ক্লিয়ারেন্স পারমিট। সাধারণ আমদানি নীতি আদেশের বিধি লঙ্ঘনপূর্বক আমদানি হয়ে থাকলে ঐ পন্য কাস্টমস কর্তৃপক্ষ CP( Clearance Permit) ব্যতীত পণ্যটি ছাড় করনের অনুমতি দিতে পারে না এবং দিবে না।
এক্ষেত্রে কাস্টমস কর্তৃপক্ষ আমদানিকারক এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রধান নিয়ন্ত্রক, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর, জাতীয় ক্রীড়া পরিষদ ভবন (এনএসসি টাওয়ার), 16তলা, পুরানা পল্টন, ঢাকা-1000 বরাবরে পণ্যটি আমদানি নীতি আদেশ 2021-2024 এর শর্ত 8(4) লঙ্ঘনপূর্বক আমদানি করা হয়েছে। বিধায় আমদানি নীতি আদেশ 2021-2024 এর অনুচ্ছেদ 8(4) এর শর্ত লঙ্ঘিত হওয়ায় পণ্যচালানটি ছাড়করণে CP( Clearance Permit) দাখিল করা আবশ্যক মর্মে একটি কারন দর্শনো নোটিশ জারি এবং আটক মেমো ইস্যু করিবে।
জারিকৃত নোটিশের নমুনা: আমদানিকৃত পণ্য বর্ণিত স্মারকের আওতায় কাস্টমস আইন, 2023 এর ধারা-17 লঙ্ঘন করায় আটক করা হলো। এ পণ্যচালান চূড়ান্তভাবে কেন রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত এবং উল্লিখিত ধারা মোতাবেক শাস্তি আরোপ করা হবে না আগামী 30 (ত্রিশ) দিনের মধ্যে তাঁর কারণ দর্শানোর জন্য আমদানিকারক এবং আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বরাবর কাস্টমস কর্তৃপক্ষ অনুরোধ করবে।
নির্ধারিত তারিখ বা তদপূর্বে এ নোটিশের জবাব পাওয়া না গেলে কাস্টমস আইন, 2023 এ প্রদত্ত ক্ষমতা বলে নথিতে সংরক্ষিত দালিলাদির ভিত্তিতে আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হবে।
আটক মেমোর নমুনা:
আটক মেমোর একটি নম্বর ও তারিখ থাকবে। আমদানিকারকের নাম/ঠিকানা এবং সিএন্ডএফ এজেন্ট এর নাম ও ঠিকানা উল্লেখ থাকবে। এরূপ মেমো থাকবে: আলোচ্য পণ্য চালানটির বিপরীতে কোন ক্লিয়ারেন্স পারমিট/আমদানি পারমিটও দাখিল করা হয়নি। আমদানি নীতি আদেশ 2021-2024 এর অনুচ্ছেদ-8 এর উপ অনুচ্ছেদ-04 এর শর্ত পরিপালন না করায় পণ্য চালানটি আটক করা হয়েছে। একটি ছকে দফা নং-, পণ্য বর্ণনা, সংখ্যা/পরিমান, ইনভয়েস মূল্য ও মন্তব্য উল্লেখ করা হবে।
সবশেষে: উপরিউক্ত পণ্যসমূহ আমদানি নীতি আদেশ 2021-2024 এর 15(5) মোতাবেক প্রধান নিয়ন্ত্রক হইতে সিপি পাওয়া গেলে কাস্টমস কর্তৃপক্ষ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করিবেন।
আমদানিকারকের করণীয়:
উল্লেখিত কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত নোটিশ এবং আটক মেমোসহ আমদানিকারকের লেটারহেড প্যাডে পণ্যটি খালাশ বা CP ( Clearance Permit) দেয়ার জন্য আমদানি সংশ্লিষ্ট কাগজপত্রাদি যেমন- এল/সি, বিএল, ইনভয়েস, প্যাকিং লিস্ট, অরিজিনের কপি ইত্যাদি এবং রাজস্ব চালান 5000/- টাকা ও ভ্যাট 15% চালানের কপি সহ প্রধান নিয়ন্ত্রক, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর, জাতীয় ক্রীড়া পরিষদ ভবন (এনএসসি টাওয়ার), 16তলা, পুরানা পল্টন, ঢাকা-1000 বরাবর লিখিত আবেদন করবেন।
সহযোগীতার জন্য যোগাযোগ করতে পারেন
আবেদন যাচাইয়ান্তে প্রধান নিয়ন্ত্রক এর দপ্তর চালান খালাসের জন্য CP (Clearance Permit) ইস্যু করতে পারেন। সে ক্ষেত্রে আমদানিকারকের আবেদন বিবেচনায় নিয়ে CP Issue করা হয়। CP (Clearance Permit) তে প্রায়শই চালান Contravention (কন্ট্রাভেনশন) পদ্ধতিতে খালাস দেয়ার কথা উল্লেখ থাকে, সেক্ষেত্রে ফাইন, প্যানাল্টি দিয়ে পন্য চালান খালাস দিতে হয়।
প্রধান কন্ট্রোলার, আমদানি রপ্তানী (CCI&E=Chief Controller Imports & Exports ) বা তার পক্ষ্যে একজন অফিসার এ দলিল CP (Clearance Permit) ইস্যু করে থাকেন।
এই ছাড়পত্রের CP (Clearance Permit) মাধ্যমে কাস্টমস কর্তৃপক্ষ পণ্য চালানটি খালাস দিয়ে থাকেন এবং ব্যবসায়ীরা পণ্যটি বাজারে পরিবেশন করার অনুমতি পেয়ে থাকেন।