ট্রেডমার্ক রেজিষ্ট্রেশন
ট্রেডমার্ক রেজিষ্ট্রেশন বা ট্রেডমার্ক বলতে এমন একটি বিশিষ্ট ও স্বতন্ত্র প্রতীককে বোঝায় যা কোনও পণ্য প্রস্তুতকারক বা ব্যবসায়ী তার পণ্যের বা সেবার গায়ে স্থাপন করে।
বর্ণ, বর্ণগুচ্ছ, শব্দ, শব্দগুচ্ছ, নকশা, ইউনিক নাম, লোগো, ডিজাইন দিয়ে মার্কাটি সৃষ্টি করা হয়। যার দ্বারা কোন পণ্য, ব্র্যান্ড ও সেবাকে চিহ্নিত করা যায়। অন্য প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীর পণ্য বা সেবা থেকে নিজস্ব পণ্য বা সেবাকে যাতে সহজে পৃথক করে চেনা যায়, সেই উদ্দেশ্যে ট্রেড মার্ক ব্যবহার করা হয়। যেমন- Samsung এবং Nokia সমজাতীয় পণ্য হলেও তারা আলাদা ব্র্যান্ড এবং তাদের আলাদা আলাদা ট্রেড মার্ক নিবন্ধন রয়েছে।
ট্রেডমার্ক হলো একটি প্রতিষ্ঠানের মূল্যবান অদৃশ্য সম্পদ। প্রতিষ্ঠান বা কোম্পানীর বাৎসরিক হিসাবে নিবন্ধিত ট্রেডমার্ককে সম্পদ হিসেবে ভ্যালু ধরা হয়। যেমন- Samsung এর ট্রেডমার্ক / ব্র্যান্ড ভ্যালু মোট সম্পদের 27% বা 91.2 বিলিয়ন ডলার।
ট্রেডমার্ক সম্পর্কে বিস্তারিত জানুন